Sharing is caring!
”এসএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার এর বিদায় সংবর্ধনা”
এম আব্দুল করিম, সিলেট থেকেঃ-
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব গোলাম কিবরিয়া বিপিএম এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অদ্য ২৫/১০/২০২০ ইংরেজি তারিখ সকাল ১১.০০ ঘটিকায় এসএমপি’র পুলিশ লাইন্স এ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত বিদায়ী সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন সিলেটে’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর) জনাব পরিতোষ ঘোষ, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) জনাব মোঃ শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (পিওএম) জনাব কামরুল আমীন,উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব ফয়সাল মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোঃ সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) জনাব মোহাম্মদ জাবেদুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) জনাব ইমাম মোহাম্মদ শাদিদ, সকল অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কশিনার, অফিসার ইনচার্জ সহ সিলেট মেট্রোপলিটন পুলিশের সকল অফিসার ও ফোর্সবৃন্দ।
উল্লেখ্য যে গত ২২/১০/২০২০ ইংরেজি তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক আদেশে এসএমপি কমিশনার জনাব গোলাম কিবরিয়া বিপিএম কে স্পেশাল প্রটেকশন ব্যাটালিয়ন (এসপিবিএন) এর উপ-পুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়।
এদিকে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)’র সম্মানিত নতুন কমিশনার হিসেবে যোগদান করেন স্পেশাল প্রটেকশন ব্যাটালিয়ন (এসপিবিএন) এর উপ-পুলিশ মহাপরিদর্শক জনাব নিশারুল আরিফ।