আব্দুল করিম,চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধানঃ-
চট্টগ্রাম হাটহাজারীতে শারদীয় দূর্গােৎসব উপলক্ষে উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের পক্ষ থেকে দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
আজ রবিবার (২৫ অক্টোবর) দুপুরে হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের এনায়েতপুর ব্রজধাম পূজামন্ডপে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন হাটহাজারী জন্মাষ্টমী পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক বাবলু দাশব্রজধাম স্মৃতি সংসদের সভাপতি বিধান বনিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি লিটন মহাজন।
পরিষদের যুগ্ন- সম্পাদক ছোটন দাশের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পরিষদের সহ- সভাপতি তপন পাল ও শিবু দাশ প্রমূখ।সভায় বক্তারা বলেন, প্রত্যেকটি ধর্মের একটি মূলনীতি হলো সব ধর্মের মূল উদ্দেশ্য শান্তি।
কোনো ধর্মই জঙ্গিবাদ সমর্থন করে না।
তারই ধারাবাহিকতায় পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য রণরাঙ্গিণী মুক্তিতে জগৎ জীবের আসুরিক প্রবৃত্তিগুলোর ধ্বংস সাধন করে বাৎসল্য্যময়ী মাতৃরূপে হৃদয়ে শুভবুুদ্ধির বীজ বপন কল্পে মা দূর্গার আবির্ভাব ঘটেছিল।
দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে দেব-দেবীরা মানুষের মাঝে নেমে আসেন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করেন।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.