২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সাদুল্লাপুরে ছেলেধরা গুজব নিরসনে মাইকিং ও সভা

admin
প্রকাশিত জুলাই ২৪, ২০১৯
সাদুল্লাপুরে ছেলেধরা গুজব নিরসনে মাইকিং ও সভা

Sharing is caring!

 

জাহিদুল ইসলামঃ গাইবান্ধা জেলা, পদ্মা সেতুর জন্য মাথা ও রক্ত লাগবে, এ ধরনের গুজব নিরসনে সাদুল্লাপুরে বিশেষ সভা ও মাইকিং এর মাধ্যমে জনসচেতনতামূলক প্রচারনা চালানো হচ্ছে।

সোমবার সাদুল্লাপুর থানা পুলিশের উদ্যোগে মাইকিং ও সভা অনুষ্ঠিত হয়। জনসাধারণ যেন বিভ্রান্ত না হয় সেজন্য স্থানীয় সুধী মন্ডলীর সাথে মতবিনিময় করা হয়েছে।

থানার অফিসার ইনচাজ (ওসি) আরশেদুল হক বলেন, ছেলেধরা গুজব ছড়িয়ে যারা অস্থিতিশীল পরিবেশ তৈরী করছে বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। কাউকে ছেলে ধরা হিসেবে সন্দেহ হলে গনপিটুনি না দিয়ে থানা পুলিশকে অবগত করুন। তিনি আরো বলেন, বিশেষ কোন রাজনৈতিক মহল প্রপাগন্ডা ছড়িয়ে সরকারের ভাবমূর্তি নষ্ট করছে কি না সেটিও তদন্ত করা হচ্ছে। দেশের স্বার্থে ও মানুষের কল্যানে সকলকে সচেতনতার সাথে কাজ করার জন্য অনুরোধ করা হচ্ছে।