৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

পুজায় ‘স্বপ্নের যাত্রা” মানবকল্যাণ সংগঠনের উদ্যোগে রঙ্গিন কাপড় বিতরণ

admin
প্রকাশিত অক্টোবর ২৩, ২০২০
পুজায় ‘স্বপ্নের যাত্রা” মানবকল্যাণ সংগঠনের উদ্যোগে রঙ্গিন কাপড় বিতরণ

Sharing is caring!

বিশেষ প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়া জেলায় নাসিরনগর উপজেলা “স্বপ্নের যাত্রা” মানবকল্যাণ সংগঠনের উদ্যোগে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে ২৩ অক্টোবর রোজ শুক্রবার শিশুদের মাঝে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে গাংকুল পাড়াস্থ শ্রী দূর্গা পূজোমন্ডপে আয়োজিত অনুষ্টানে অর্ধ শতাধিক শিশুর মাঝে বস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাসিরনগর প্রেসক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী।

শ্রী দূর্গা মন্দিরের সভাপতি যুগেন্দ্র চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন এস.আই শফিকুর রহমান, পূজা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নির্মল চৌধুরী, মৎস্য ধীবর সমবায় সমিতির সাধারণ সম্পাদক পরিমল দাস, সোনাতলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সনজিত দাস, সংগঠনের সভাপতি সায়মন ওবায়েদ শাকিল।

সংগঠন এর সদস্য সাজ্জাদুর রহমান মেহেদির উপস্থাপনায় সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন দিলিপ দাস,সৈয়দ জুনাঈদ।