Sharing is caring!
মাধবপুর প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে ৫০ বোতল ভারতীয় মদ সহ একটি অটোরিক্সা জব্দ করেছে কাশিমনগর ফাঁড়ির পুলিশরা।
শুক্রবার (২৩ শে অক্টোবর) দুপুর ১২ ঘটিকার সময় মাধবপুর থানার কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর উওম কুমার দাস এর নেতৃত্বে এ এস আই গোলাম মোস্তফা সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার ৩নং বহড়া ইউনিয়নের মনতলা চৌমুহনী পাকা রাস্তার ভবানীপুর নামক স্থানে একটি অটোরিকশা তালাশি করে ৫০ বোতল ভারতীয় মদও একটি অটোরিক্সা জব্দ করে এবং অটোরিকশাচালক মোঃরফিকুল ইসলামকে (২৮) আটক করে।
গ্রেপ্তারকৃত অটো রিকশাচালক
মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মোঃ আশরাফ উদ্দীনের ছেলে।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর উওম কুমার দাস গ্রেফতারে বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামির বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।