২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের শুভেচ্ছা জানিয়ে সামিউল হক শ্যামল।

admin
প্রকাশিত অক্টোবর ২৩, ২০২০
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের শুভেচ্ছা জানিয়ে সামিউল হক শ্যামল।

Sharing is caring!

রুপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সরকারি মুড়াপাড়া কলেজ ছাত্র সংসদে সাবেক ক্রিয়া বিষয়ক সম্পাদক সামিউল হক শ্যামল রূপগঞ্জ উপজেলা সহ দেশের সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

সামিউল হক শ্যামল শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বলেন,
দেশে করোনা আবহাওয়ার মধ্যদিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের পাঁচ দিনের দূর্গাপুজা। এই মহামারিতে তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে শারদীয় দুর্গোৎসব উদযাপনের আহবান জানান।

হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরও সুসংহত করুক। ধনী, গরিব নির্বিশেষে সবাই যেন এ আনন্দ সমানভাগে ভাগাভাগি করে এই প্রত্যাশা আমার। কোন বৈষম্য যেন এই উৎসব ম্লান করতে না পারে সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক বিরল দৃষ্টান্ত। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছে। “তিনি সকলের সুখ, শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।