১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৬ হিজরি

নাগরপুরে কুখ্যাত মাদক ব্যবসায়ী রফিক গ্রেফতার

admin
প্রকাশিত জুলাই ২৪, ২০১৯
নাগরপুরে কুখ্যাত মাদক ব্যবসায়ী রফিক গ্রেফতার

Sharing is caring!

 

কেএম সুজন,টাংগাইল প্রতিনিধিঃটাঙ্গাইলের নাগরপুরে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে নাগরপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ রফিক মিয়ার (৩৫) বাড়ি লালমনিরহাট। মাদক ব্যবসায়ী রফিক কোটামারা গ্রামের আবুল কাশেমের সন্তান।এসময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মঙ্গলবার রাতে নাগরপুর থানার এ এস আই রাসেল,এ এস আই আনিস এ এস আই আমজাদ ডিউটি করার সময় দিঘীর পাড় এলাকায় রফিকের গতিবিধি সন্দেহজনক মনে করলে তাকে চ্যালেঞ্জ করে।একপর্যায়ে দেহ তল্লাশি করে তার কাছে ৩০ পিস ইয়াবা উদ্ধার করে।

নাগরপুর থানার এস আই সাইদুর রহমান জানান, মাদক ব্যবসায়ী রফিক দীর্ঘদিন যাবত ইয়াবা ব্যবসার সাথে জড়িত এবং দেশের বিভিন্ন জায়গায় মাদক সেবীদের কাছে ইয়াবা বিক্রি করে আসছে।

এ বিষয়ে নাগরপুর ওসি( তদন্ত) গোলাম মোস্তফা সাংবাদিকদের জানান,ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী রফিক এর বিরুদ্ধে মামলা রজু করে আজ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।