ইফতেখার আলম চৌধুরী, কানাইঘাট প্রতিনিধিঃ ষষ্ঠী পূজার মধ্যদিয়ে কানাইঘাটের ৩০টি মন্ডপে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা। এতে প্রতিটি মন্ডপে কানাইঘাট থানা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা। ঘন ঘন টহল সহ সার্বিক দিক বিবেচনায় রেখেছে থানা পুলিশ। আজ ষষ্ঠী পূজার রাতে প্রতিটি মন্ডপে পুলিশের জোরালো টহল লক্ষ্য করা গেছে। এর মধ্যে রাত ৭টার দিকে কানাইঘাট থানার এসআই মাঈনুলের নেতৃত্বে একদল পুলিশের কঠোর দায়িত্ব পালন করতে দেখা যায়। তারা উপজেলার সদর ইউপি’র বীরদল পূজা মন্ডপ, জন্তিপুর পূজা মন্ডপ, রামপুর পূজা মন্ডপ ও পত্রনবিশেরমাটি পূজা মন্ডপ সহ বেশ কয়েকটি মন্ডপে ঘুরে ঘুরে দায়িত্ব পালন করেন। এ সময় এসআই মাঈনুল এসব মন্ডপের সার্বিক খোজ খবর নেন। এবং মন্ডপের দায়িত্বশীলদের সাথে কথা বলেন। এসময় এসআই মাঈনুল স্থানীয় সাংবাদিকদের জানান থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম'এর নির্দেশে তাদের উপর অর্পিত দায়িত্ব তারা পালন করে যাচ্ছেন। উল্লেখ্য হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় এবার উৎসব না হলেও কানাইঘাটে পূজার আমেজের কোন কমতি নেই।
যথাযোগ্য মর্যাদায় আজ ষষ্ঠীপূজা সম্পন্ন হয়েছে। আগামীকাল মহাসপ্তমী। মহাসপ্তমীর দিনে সকালে ত্রিনয়ণী দেবীদুর্গার চক্ষুদান করা হবে। এরপর মহা অষ্টমী ও নবমী শেষে আগামী সোমবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে এই মহানুষ্টান। মহামারী করোনা ভাইরাসের কারনে এবার কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক প্রতিটি মন্ডপে উৎসবকে বর্জন করে মা দুর্গারই পূজা করা হচ্ছে। এতে কানাইঘাটে সুষ্ঠুভাবে পূজা উদযাপনের লক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সেই সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি সংশ্লিষ্ট ব্যাক্তিদের নির্দেশনা দিয়েছেন। এদিকে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম পুলিশের পক্ষ থেকে শালীন আচরণের ক্ষেত্রে স্থানীয় প্রতিনিধিদের সহযোগীতা কামনা করেছেন। এবং বিজয়া দশমীতে রুট অনুসরণ করে সূর্যাস্তের পূর্বেই প্রতিমা বিসর্জন দেওয়ার জন্য আয়োজকদের প্রতি অনুরুদ জানিয়েছেন।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.