ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ থেকেঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পৃথক বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু হয়েছে। ১ম নিহত কৃষক কালু (৩৭) ধানক্ষেত থেকে পাওয়ার টিলার চালিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে নিহত হয়েছেন। নিহত কালু উপজেলার সূর্যপুর দিয়াড়াপাড়ার মৃত রজব আলীর ছেলে।
নিহতের পারিবারিকসূত্রে জানা গেছে, বুধবার (২৪ জুলাই) দুপুর ১২টার দিকে কালু (৩৭) জমিতে ধান লাগানো শেষ করে, পাওয়ার টিলার চালিয়ে বাড়ি ফিরছিলো। এসময় বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। বৃষ্টিপাতের এক পর্যায়ে টিলার চালানো অবস্থায় বজ্রপাতে কালু গুরুতর আহত হয়। বিষয়টি দেখতে পেয়ে মাঠের অন্য কৃষকরা কালুকে উদ্ধার করে নাচোল উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, ফতেপুর ইউনিয়নের স্থানীয়রা জানান, বুধবার দুপুর ২ টার দিকে বাঁশবাড়ীর যোকির মাঠে ধানের জমিতে কাজ করছিলো অপর কৃষক আরমান আলি (৩০)। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হয়। নিহত আরমান আলি একই থানা ও ইউনিয়নেের বেড়া গ্রামের কবির আলির ছেলে ।
এ বিষয়ে জানতে চাইলে নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস ছালাম নিহতের ব্ষিয়টি জানান, কালু নিহতের খবর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে জানানো হয়েছে। তার পরিবারকে আর্থিক সহায়তা করা হবে। নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ২ কৃষকের বজ্রপাতেে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.