১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৬ হিজরি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পৃথক বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

admin
প্রকাশিত জুলাই ২৪, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পৃথক বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

Sharing is caring!

 

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ থেকেঃ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পৃথক বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু হয়েছে। ১ম নিহত কৃষক কালু (৩৭) ধানক্ষেত থেকে পাওয়ার টিলার চালিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে নিহত হয়েছেন। নিহত কালু উপজেলার সূর্যপুর দিয়াড়াপাড়ার মৃত রজব আলীর ছেলে।

নিহতের পারিবারিকসূত্রে জানা গেছে, বুধবার (২৪ জুলাই) দুপুর ১২টার দিকে কালু (৩৭) জমিতে ধান লাগানো শেষ করে, পাওয়ার টিলার চালিয়ে বাড়ি ফিরছিলো। এসময় বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। বৃষ্টিপাতের এক পর্যায়ে টিলার চালানো অবস্থায় বজ্রপাতে কালু গুরুতর আহত হয়। বিষয়টি দেখতে পেয়ে মাঠের অন্য কৃষকরা কালুকে উদ্ধার করে নাচোল উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, ফতেপুর ইউনিয়নের স্থানীয়রা জানান, বুধবার দুপুর ২ টার দিকে বাঁশবাড়ীর যোকির মাঠে ধানের জমিতে কাজ করছিলো অপর কৃষক আরমান আলি (৩০)। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হয়। নিহত আরমান আলি একই থানা ও ইউনিয়নেের বেড়া গ্রামের কবির আলির ছেলে ।

এ বিষয়ে জানতে চাইলে নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস ছালাম নিহতের ব্ষিয়টি জানান, কালু নিহতের খবর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে জানানো হয়েছে। তার পরিবারকে আর্থিক সহায়তা করা হবে। নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ২ কৃষকের বজ্রপাতেে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।