শেখ মোঃ ছাদিম, বিশেষ প্রতিনিধিঃ
গত ১৯/১০/২০২০ তারিখে জালালপুরের অন্যতম ফুটবল সংঘটন ইউনাইটেড ফুটবল ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব শাহ আব্দুল্লাহ সুফি সাহেবের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ক্লাবের পক্ষ থেকে জালালপুর ডিগ্রি কলেজের মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এতে অংশ নেয় সিলেটের বিভিন্ন জায়গা থেকে বাচাই করা ভালো ফুটবলারদের গ্রুপ অল হেয়ার ফুটবল গ্রুপ এবং স্বাগতিক ইউনাইটেড ফুটবল ক্লাব। খেলায় ধারা বর্ণনা করেন সিলেটের দুই জনপ্রিয় ধারাভাষ্যকার জালালপুর ইউনিয়নের তারেকুর রহমান তারেক এবং সদর উপজেলার জিয়াউল হক জিয়া। খেলা শুরু এবং শেষে গুরুত্বপূর্ণ ও উৎসাহ মূলক বক্তব্য রাখেন সভাপতি আলহাজ্ব শাহ আব্দুল্লাহ সুফি, জালালপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জিল্লুর রহমান জিলন,৭ নং ওয়ার্ডের মেম্বার তরুণ সমাজ সেবক জনাব নূরুল হক মোল্লা,২ নং ওয়ার্ডের মেম্বার সফিক উদ্দিন,জালালপুর সাহিত্য ফোরামের সাবেক সভাপতি সুমন খান, তরুন লেখিকা আয়শা মুমিন,নাট্যকার আতাউর রহমান সাহেদ সহ, এলাকার সম্মানিত ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। যুক্তরাজ্য প্রবাসী শাহ সুফি সাহেব ক্লাবের ফুটবলারদের উন্নয়নের জন্য যতটুকু প্রয়োজন তা করবেন বলে আশ্বাস দেন,সেই সাথে কলেজ মাঠের সংস্কারে স্থানীয় ও রাজনৈতিক ব্যাক্তিবর্গের সহযোগিতা থাকলে তিনিও মাঠ ভরাটে অর্থায়ন করবেন বলে আশ্বাস দেন। সেই সাথে করোনা কালীন সংকট কাটিয়ে ফুটবলারদের নিয়মিত অনুশীলনে ফিরে নিজের ফিটনেস ধরে রাখতে এবং ভালো খেলার মাধ্যমে এলাকার সুনাম অর্জনের আহ্বান জানান অতিথি বৃন্দ। খেলায় স্বাগতিক দলকে ১-০ গোলে হারায় আমন্ত্রিত ফুটবল টিম। খেলাটি লাইভ সম্প্রচার করে Sylhet to UK ফেইসবুক পেইজ এবং Sylhet witnesses ফেইসবুক মিডিয়া। দীর্ঘদিন পর একটি খেলা উপভোগ করতে পেরে দর্শকরা আনন্দ প্রকাশ করেন।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.