বগুড়া প্রতিনিধি :
বগুড়ার শেরপুর থানা পুলিশের উদ্যোগে বুধবার সকাল ১০ ঘটিকার দিকে গুয়াগাছি-জয়লা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ইভটিজিং, বাল্যবিবাহ, মাদক, সন্ত্রাস, ও জঙ্গিবাদ নির্মূল উপলক্ষ্যে জনসচেতনতামূলক এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গুয়াগাছি-জয়লা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব টি.এম গফুর। শেরপুর থানার এসআই আব্দুল গফুরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোকবুল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ গাজিউর রহমান, শেরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ নজমুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম, সুঘাট ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ, সুঘাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জিন্নাহ প্রমূখ। এছাড়া উক্ত অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, সাধারণ মানুষ সহ বিভিন্ন প্রকার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন বাল্যবিয়ে ইভটিজিং, মাদক, সন্ত্রাস নির্মুলে প্রশাসন সব সময় সোচ্চার আছে। আপনারা সহযোগিতা না করলে প্রশাসনের একার পক্ষে এগুলো নির্মুল করা সম্ভব হবেনা। এ ছাড়া আপনারা কেউ কোন প্রকার গুজবে কান দিবেন না। ছেলে ধরা সন্দেহে কাউকে গণপিটুনি না দিয়ে পুলিশের হাতে তুলে দিন। আসলে ছেলে ধরা বলে কিছু নেই। ছেলে ধরা বিষয়ে ছেলে মেয়েদের সাহসী ভুমিকা রাখতে আহবান জানানো হয়।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.