Sharing is caring!
রমজান প্রামানিক, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় অবৈধভাবে মা ইলিশ আহরণকারী ১৮ জেলেকে মৎস্য সংরক্ষণ আইনের ১৯৫০ এর ৫(১) ধারায় ১ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার রাতভর এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ আফসানা ইয়াসমিন। সাজা প্রাপ্ত আসামিরা হলেন ঘোড়জান ইউনিয়নের মুরাদপুর গ্রামের মোঃ আব্দুর রউফ (৪৫), পিতা, মৃত নুর শিকদার। মোঃ জাহিদুল ইসলাম (৩৫), পিতা মোঃ ইয়াহিয়া খান। উমারপুর ইউনিয়নের শৈলজানা গ্রামের মোঃ ইয়াহিয়া খান (৪৫), পিতা মৃত তাহের আলী মন্ডল। মোঃ আঃ মজিদ (৩০) পিতা আঃ লতিফ মন্ডল, মোঃ বদিয়ার রহমান (৩৪) পিতা মৃত সুলতান সর্দার বাঘুটিয়া ইউনিয়নের মিটুয়ানী গ্রামের মোঃ আঃ রহিম (৩০) পিতা আব্দুল লতিফ মন্ডল। নাগরপুর উপজেলার ঘুর্ণিপাড়া গ্রামের মোঃ রুবেল মিয়া (২০), পিতা মোঃ শওকত আলী। মোঃ স্বপন হোসেন (২৩) পিতা মোঃ রহম আলী মন্ডল। ভেড়া উপজেলার চরপেচাকোলা গ্রামের মোঃ নিয়ামত শেখ, পিতা মোঃ জহির উদ্দিন শেখ। উমারপুর ইউনিয়নের ধুবুলিয়া গ্রামের আশকর আলী (২৪), পিতা মোঃ মজিদ মোল্ল্যা, মোঃ জহিরুল ইসলাম (৩০), পিতা আঃ রাজ্জাক শেখ। হামিদ বেপারী (৪০), পিতা, নুর বক্স বেপারী। নুর উদ্দিন (৩২), পিতা মৃত মোজাহ্র বেপারি। নাগরপুর উপজেলার মাইজাইল গ্রামের মোঃ শহিদুল ইসলাম (৩৫), পিতা নাজমুল হক। আঃ রহমান (৪০), পিতা নাজমুল হক। বাঘুটিয়া ইউনিয়নের রেহাপুখুরিয়া গ্রামের মোঃ নমজান আলী (২০), পিতা মোঃ আমুদ আলী। মোঃ আঃ ছালাম পিতা মৃত তবিজ উদ্দিন। মুক্তার আলী (৩৫), পিতা আঃ লতিফ সরদার। এ সময় ১১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় ও ৩০ কেজি মাছ খাষকাউলিয়া হাফিজিয়া মাদ্রাসায় বিতরন করা হয়।এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুম বিল্লাহ, ক্ষেত্রসহকারী শফিকুল ইসলাম ও আব্দুল্লাহ্ উপস্থিত ছিলেন।