Sharing is caring!
সুলতান আল একরাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঔষধ কোম্পানির প্রতিনিধিদের চাকরির সুনির্দিষ্ট নীতিমালাসহ পাঁচ দফা দাবিতে সোমবার (১৯ অক্টোবর) ঝিনাইদহে মানববন্ধন করেছে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভস্ এসোসিয়েশন (ফারিয়া)। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘন্টা ব্যাপি জেলা শহরের অগ্নিবীণা সড়কে খোকা চেয়ারম্যান মার্কেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে পাঁচ দফা দাবির যুক্তিকতা তুলে ধরে বক্তব্য রাখেন, ঝিনাইদহ সদর উপজেলার সভাপতি মোঃ তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ এনামুল ইসলাম ও দপ্তর সম্পাদক মশিউর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা সরকারী নতুন বেতনস্কেল অনুযায়ী ৭ম গ্রেড সমপরিমাণ বেতন, মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে টিএ/ডিএ ও অন্যান্য ভাতাদি প্রদান, চাকরির নিরাপত্তা ও নিশ্চয়তা বিধানসহ সুনির্দিষ্ট নীতিমালা প্রনয়ণ, বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভস্ এসোসিয়েশনকে (ফারিয়া) সরকার কর্তৃক স্বীকৃতি ও সাপ্তাহিক ছুটিসহ সকল জাতীয় ছুটি ভোগের বিধানের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
এসময় স্কয়ার ফার্মা লিঃ, বেক্সিমকো ফার্মা লিঃ, ইনসেপ্টা ফার্মা লিঃ, অপসোনিন ফার্মা লিঃ, ইবনেসিনা ফার্মা লিঃ, একমি ফার্মা লিঃ, এসিআই ফার্মা লিঃ, বায়ো ফার্মা লিঃ, অপসো স্যালাইন লিঃ, ফার্মাশিয়া ফার্মা লিঃ, কসমিক ফার্মা লিঃ, র্যাংস ফার্মা লিঃ সহ আরও অন্যান্য কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন, খুলনা ডিভিশন ফারিয়া’র সভাপতি মোঃ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ আনিসুর রহমানসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।