Sharing is caring!
(নারায়ণগঞ্জ) প্রতিনিধি,
রূপগঞ্জে ধর্ষনের অভিযোগে নাইম নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত ১৯ জুলাই বিকালে বাড়িয়া ছনি এলাকার মজলু ব্যাপারির মেয়ে তানিয়া আক্তার( ১৫) কে স্থানীয় জলসিড়ি আবাসনের বালুর মাঠে ধর্ষণের ঘটনায় মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
ধর্ষিতার বাবা মজনু মিয়া বাদি হয়ে আড়াই হাজারের আবদুল্লাপূর এলাকার আবদুল করিমের ছেলে নাঈম(২০)কে আসামী করে রূপগঞ্জ থানার এ মামলা করেন। পরে গোঁপন সংবাদের ভিত্তিতে মাঝিনা নদীরপাড় এলাকা থেকে তাকে কে গ্রেফতার করে রূপগঞ্জ থানার উপ পরিদর্শক নাজিম উদ্দিন।