ফৌজি হাসান খাঁন (রিকু), মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্যকরে মা ইলিশ ধরার অপরাধে অসাধু ১১৭ জেলেকে আটক করেছে।এ সময় জেলেদের সাথে থাকা ৩ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জালসহ ১০০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।লৌহজং উপজেলার সিনিয়র মৎস কর্মকর্তা মো.আসাদুজ্জামান আসাদ জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে লৌহজং থানার সীমানাধীন অংশে পদ্মা নদীতে। মা ইলিশ ধরার অপরাধে ও সরকারি আদেশ বাস্তবায়নের লক্ষে লৌহজং থানা পুলিশের সহযোগিতায় বিষেশ অভিযান পরিচালনা করে ১১৭ জন জেলেকে আটক করেছি।পরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) মুহাম্মদ রাসেদুজ্জামানের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।এ সময় অাদেশ অমান্য করে মা ইলিশ নিধনের অপরাধে আটককৃত অসাধু ১১৭ জন জেলেকে জেল-জরিমানা করাহয়। এদের মধ্যে ৯৩ জন জেলের প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড,৬ জন জেলের প্রত্যেককে ৫০০০ টাকা করে মোট ৩০০০০ টাকা,২ জন জেলের প্রত্যেককে ৩০০০ টাকা করে মোট ৬০০০ টাকা এবং ১ জন কে ৪০০০ টাকাসহ মোট ৪০ হাজার টাকা জরিমানা করেন এবং ৩ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জালসহ ১০০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।
মা ইলিশ সংরক্ষণ অভিযান
সফল ও বাস্তবায়নের লক্ষে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), মো. ইলিয়াস শিকদার, বিকাশ চন্দ্র বর্মন,উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মো.আসাদুজ্জামান আসাদ ও সহকারী মৎস কর্মকর্তা জনাব মো. ইদ্রিস তালুকদার প্রমুখ।মা ইলিশ নিধন বন্ধ ও সরকারি আদেশ বাস্তবায়নে সহযোগীতা করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে মোবাইল কোর্ট পরিচালনা কার্যক্রমের সমাপ্তি করা হয় ।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.