২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ছেলেধরা ও গলাকাটা গুজব বন্ধে নাগরপুর থানা পুলিশের প্রচারণা ও মাইকিং

admin
প্রকাশিত জুলাই ২৪, ২০১৯
ছেলেধরা ও গলাকাটা গুজব বন্ধে নাগরপুর থানা পুলিশের প্রচারণা ও মাইকিং

Sharing is caring!

 

কেএম সুজন, টাংগাইল প্রতিনিধিঃ টাংগাইলের নাগরপুরে ছেলেধরা ও গলাকাটা গুজব বন্ধে নাগরপুর থানা পুলিশ জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারনায় নেমেছে।

এরই ধারাবাহিকতায় আজ গয়হাটা শহীদ শামস উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে জনসচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় নাগরপুর থানার ওসি( তদন্ত) গোলাম মোস্তফা মন্ডল বলেন,ছেলেধরা ও গলাকাটা গুজব বন্ধে সকলকে এগিয়ে আসতে হবে।এলাকায় কারও গতিবিধি সন্দেহ জনক হলে আইন নিজের হাতে তুলে না নিয়ে পুলিশকে জানানোর জন্য তিনি আহবান জানান।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শহীদ শামস উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসিমা আক্তার, গয়হাটা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান আসকর, শামস উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য আমিনুর রহমান খান হিরক,সাবেক মেম্বার নজরুল ইসলাম ঠান্ডু,গয়হাটা ইউপি ছাত্রলীগের সভাপতি রাজিব আহমেদ প্রমুখ।