১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

ফুলবাড়ীতে প্রশাসনের যৌথ অভিযানে মাদকসহ আটক-১

প্রকাশিত অক্টোবর ১৪, ২০২০
ফুলবাড়ীতে প্রশাসনের যৌথ অভিযানে মাদকসহ আটক-১

Sharing is caring!

হাবিবুর রহমান হাবিব
জেলা প্রতিনিধি,কুড়িগ্রাম

 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও চোরাচালান বিরোধী পুলিশ, বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে গাজা ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ফুলবাড়ি সদর ইউনিয়নের আব্দুল্লাহ বাজার সংলগ্ন মিন্টু মিয়ার বাড়ী ও বাড়ীর পাশের কলা বাগানের মধ্যে অভিযান চালিয়ে ২১২ বোতল স্কাপ ফেন্সিডিল ৫০০গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

 

আটককৃত মাদক ব্যবসায়ী মিন্টু মিয়া ওই এলাকার মৃত আবুল মিয়ার ছেলে। অভিযান কালে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুর রহমান, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায়, কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওসি আব্দুর রহমান শিমুলবাড়ী বিওপি ক্যাম্পের হাবিলদার আমির আলী। এ সময় ফুলবাড়ী থানা পুলিশ ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।