Sharing is caring!
পুনম শাহরীয়ার ঋতুঃ টঙ্গী সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতি সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে গেলে সাব-রেজিস্ট্রার মোশারফ হোসেন চৌধুরীর নেতৃত্বে তার ক্যাডার বাহিনী ৭১ টিভির সাংবাদিকদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সম্প্রতি ৭১ টিভির প্রতিবেদকে এক ভোক্তভোগী টঙ্গি সাব রেজিস্ট্রারের অনৈতিক অর্থ লেনদেনর ভিডিও পাঠালে সেটির সূত্র ধরে সোমবার টঙ্গি সাব রেজিস্ট্রি অফিসে তথ্য যাচাই করতে যায় ৭১ টিভির প্রতিবেদক জেমসন মাহবুব ও ক্যামেরা পারসন আরিফুজ্জামান পিয়াস।
সরকারী অফিস ৯ টা থেকে ৫ টা পর্যন্ত অফিস হলেও সাব-রেজিস্ট্রার অফিসে আসেন বেলা সাড়ে ১২ টায়। তথ্য নিয়ে জানা যায় নিয়মিতই কোনো কারন ছাড়াই দেরিতে অফিসে আসেন সাব-রেজিস্ট্রার মোশারফ হোসেন। অফিসে এসে ৭১ টিভির সাংবাদিকদের দেখেই বিব্রত হন তিনি। প্রতিবেদকের সাথে কথা বলে কুশল মিনিময় করেই এজলাশে চলে যান মোশারফ হোসেন।
৭১ টিভির টিম তখনও তার খাস কামরাই অবস্থান করছিলেন। দুপুর আড়াইটার দিকে সাব-রেজিস্ট্রার তার হাতের কাজ শেষ করে কামরাই আসার সময় অফিস ফাঁকা থাকায় সাব রেজিস্ট্রার তার ক্যাডার বাহিনী নিয়ে তার কামরায় অবস্থান নেয়। এসময় প্রতিবেদকে তথ্য সংগ্রহে বাঁধা দেওয়াসহ ক্যামেরা বন্ধ করতে বলে। এসময় প্রদিবেদক তার কয়েক বান্ডিল টাকা লেনদেনের বিষয়ে জানতে চাইলে তথ্য না দিয়ে উল্টো সাব-রেজিস্ট্রার তার ক্যাডাদের নিয়ে প্রতিবেদকদের উপর হামলা চালায়।
সাব-রেজিস্ট্রার নিজেই তেরে এসে সাংবাদিকদের উপর হামলা চালায়। এ বিষয়ে সাব-রেজিস্ট্রারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
হামলার শিকার ৭১ টিভির প্রতিবেদক জেমসন মাহবুব জানান, সেবামূলক অফিসের একজন দায়িত্বশীল কর্মকর্তার এমন আচরণ কাম্য নয়।
ক্যামেরা পার্সন পিয়াস বলেন, সাব-রেজিস্ট্রার ও তার ক্যাডার বাহিনীর আচরণ খুবই আক্রমণাত্মকর ছিলো। অবৈধ লেনদেনের বিষয়ে জানতে চাইলে তার তথ্য না দিয়ে উল্টো আমাদের উপর হামলা চালায়, যেটি সত্যিই দু:খজনক।
জানতে চাইলে গাজীপুর জেলা রেজিস্ট্রার মুন্সি মোখলেসুর রহমান জানান, ‘বিষয়ি খুবই দু:খ জনক, আমরা অবশ্যই বিষয়টি তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়া টাকা লেনদেনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘নিয়ম অনুযায়ী ফি নিতে পারবেন তবে তার পরিমান বান্ডিল বান্ডিল নয়।