Sharing is caring!
রাকিব হোসেন, বিশেষ প্রতিনিধিঃ ০৮ ই অক্টোবর রোজ বৃহস্পতিবার ২০২০ তারিখ বিকাল ০৪ঃ৩০ ঘটিকায় মাননীয় পুলিশ সুপার, ভোলা জনাব সরকার মোহাম্মদ কায়সার মহোদয়ের নির্দেশনায় আসন্ন শারদীয় দূর্গাপূজা- ২০২০ উপলক্ষ্যে বোরহানউদ্দিন থানা এলাকার ২০টি পূজা মন্ডপের সার্বিক পরিস্থিতি নিয়ে পুজা উদযাপন কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনা প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার, লালমোহন সার্কেল, জনাব মোঃ রাসেলুর রহমান। সভাপতি হিসাবে সভায় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ, জনাব মাজহারুল আমিন বিপিএম।
সভায় ২০ টি পূজা মন্ডপের প্রতিটির সাথে থানার একজন করে অফিসার ট্যাগ করে নিয়মিত তদারকি করার জন্য নির্দেশ প্রদান করা হয়। এছাড়া পূজা কমিটির পক্ষ থেকে বিভিন্ন সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।