Sharing is caring!
কামাল হোসেন, বিশেষ প্রতিনিধিঃ –
যশোরের শার্শায় পুলিশের অভিযান ১৫০ বোতল ফেন্সিডিল ভরা পিকআপ ভ্যান সহ সোহাগ হোসেন (২৬) নামে এক পাচারকারী কে আটক করেছে।
বৃহস্পতিবার(৮অক্টোবর) ভোরে বসতপুর পাঁকা রাস্তার উপর থেকে গাড়ি সহ আটক করা হয়।আটকৃত আসামি যশোর জেলার কোতয়ালী থানার ভায়না গ্রামের শেখ মনির হোসেনের ছেলে।
বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পিকআপ ভ্যানে করে বিপুল পরিমান ফেন্সিডিল নিয়ে বাগআঁচড়া বসতপুর পাঁকা রাস্তা হয়ে যশোরের দিকে যাচ্ছে।
সে সংবাদে পুলিশের একটি টিম নিয়ে অভিযান চালিয়ে গাড়িসহ ফেন্সিডিল আটক করা হয়।
আটকৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে কোর্টএ প্রেরণ করা হবে।