১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

ঈশ্বরদী থেকে বিদেশী রিভালবার গুলিসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে র‍্যাব

admin
প্রকাশিত অক্টোবর ৬, ২০২০
ঈশ্বরদী থেকে বিদেশী রিভালবার গুলিসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে র‍্যাব

Sharing is caring!

 

 

মো : ইয়াছিন শেখ,ঈশ্বরদী প্রতিনিধি : পাবনায় একটি বিদেশী রিভালবার দুই রাউন্ড গুলি , চারটি মােবাইল সেট ও নগদ অর্থসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে র‍্যাব ।

 

সােমবার বিকেলে গােপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মােঃ আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে পাবনা ঈশ ^ রদী উপজেলার মানিকনগর এলাকা হতে মােঃ রফিকুল ইসলামের ছেলে মােঃ শিশির আলী ( ২২ ) , এবং মানিকনগর পূর্বপাড়ার মােঃ মতিয়ার আলীর ছেলে ।

 

মােঃ মারুফ ইসলাম ( ১৯ ) কে অস্ত্রসহ আটক করে র‍্যাব। র‍্যাব জানায় , এলাকার চিহৃিত অস্ত্রধারী সন্ত্রাসী তারা , দীর্ঘদিন যাবত অবৈধ অস্ত্র ও গুলি নিজেদের হেফাজতে রাখে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রমসহ বিভিন্ন অপরাধ মূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল ।

 

তাদের বিরুদ্ধে পাবনা ঈশ ^ রদী থানায় একটি এজাহার দায়ের করা হচ্ছে ।