Sharing is caring!
মো : ইয়াছিন শেখ,ঈশ্বরদী প্রতিনিধি : পাবনায় একটি বিদেশী রিভালবার দুই রাউন্ড গুলি , চারটি মােবাইল সেট ও নগদ অর্থসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে র্যাব ।
সােমবার বিকেলে গােপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মােঃ আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে পাবনা ঈশ ^ রদী উপজেলার মানিকনগর এলাকা হতে মােঃ রফিকুল ইসলামের ছেলে মােঃ শিশির আলী ( ২২ ) , এবং মানিকনগর পূর্বপাড়ার মােঃ মতিয়ার আলীর ছেলে ।
মােঃ মারুফ ইসলাম ( ১৯ ) কে অস্ত্রসহ আটক করে র্যাব। র্যাব জানায় , এলাকার চিহৃিত অস্ত্রধারী সন্ত্রাসী তারা , দীর্ঘদিন যাবত অবৈধ অস্ত্র ও গুলি নিজেদের হেফাজতে রাখে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রমসহ বিভিন্ন অপরাধ মূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল ।
তাদের বিরুদ্ধে পাবনা ঈশ ^ রদী থানায় একটি এজাহার দায়ের করা হচ্ছে ।