ছাতকে প্রবাসীর ঘরে ডাকাতের হানা, আটক ২
ফকির হাসান :: সুনামগঞ্জের ছাতকে প্রবাসীর তালাবদ্ধ বাড়িতে হানা দিয়েছে ডাকাত চক্র। রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের মৈশাপুরবাজার সংলগ্ন নয়া মৈশাপুর গ্রামে ঘটেছে।
বাড়ির মুল ফটকের তালা কেটে প্রবেশের চেষ্টাকালে জনতার হাতে দু’জনকে আটক করা হয়। স্তানয়িরা আটককৃতদের থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন।
জানা যায়, নয়া মৈশাপুর গ্রামের সৌদি আরব প্রবাসী মকবুল আলীর ছেলে স্থানীয় বুড়াইরগাঁও আয়াজুর রহমান উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল ইসলাম পলাশ তার বাড়ির বসতঘর তালাবদ্ধ করে পরিবারের সদস্যদের নিয়ে সকালে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান।
এ সুযোগে সন্ধ্যায় বাড়ির গেটের তালা কেটে ভেতরে প্রবেশের চেষ্টা করে এ ডাকাত চক্র। ডাকাতির চেষ্টাকালে লোকজনের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া করে জনতা তাদের আটক করে।
আটককৃতরা হলো সুনামগঞ্জ সদর উপজেলার জয়নগর ইউনিয়নের উলুতুলু গ্রামের মৃত. আলকাব আলীর ছেলে ইসলাম উদ্দিন (৩১) ও সদর উপজেলার মঙ্গলকাটা ইউনিয়নের মঙ্গলকাটা গ্রামের মৃত. শাহীন মিয়ার ছেলে মো. হাসান (৩০)।
এ বিষয়ে ছাতক থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজিম উদ্দিন জানান, খবর পেয়ে দ্রুতত থানার এসআই মঙ্গল বিকাশের নেতৃত্বে একদল পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.