২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ঈশ্বরদী উপজেলা নির্বাচনে প্রার্থী হতে পারেন যারা

admin
প্রকাশিত অক্টোবর ৫, ২০২০
ঈশ্বরদী উপজেলা নির্বাচনে প্রার্থী হতে পারেন যারা

Sharing is caring!

ঈশ্বরদী উপজেলা নির্বাচনে প্রার্থী হতে পারেন যারা

 

 

 

মোঃ ইয়াছিন শেখ,ঈশ্বরদী প্রতিনিধিঃ-

পাবনা-৪ উপনির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন তিনবারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস।

 

এখন পদত্যাগ করা উপজেলা পরিষদের নির্বাচন সামনেই।

 

কে হচ্ছেন আওয়ামীলীগের উপজেলা পরিষদের চেয়ারম্যান?

 

সরেজমিনে দেখা গিয়েছে এখনো নেতাকর্মীরা উপজেলা উপনির্বাচন নিয়ে ভাবছে না।

 

কারন কিছুদিন আগেই শেষ হয়েছে পাবনা-৪ আসনের উপনির্বাচন শেষ হয়েছে।

 

তবুও গুঞ্জন শোনা যাচ্ছে বিভিন্ন নেতার কর্মীদের মুখে।

 

ঈশ্বরদীতে এখন পর্যন্ত নেতাকর্মীদের আলোচনায় রয়েছেন ৫ জন আওয়ামীলীগ ও অংগসংগঠনের নেতা।

 

পাঁচজন হলো – সাবেক ছাত্রনেতা ইশতিয়াক আহমেদ লিন,ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রশীদুল্লাহ, ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম খান,কৃষকলীগ নেতা ও সাবেক দাপুটে ছাত্রনেতা মুরাদ মালিথা।

 

 

এ বিষয়ে কোন নেতারই প্রচারণা না থাকলেও উপনির্বাচনে জয়ী বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাসের আগের চেয়ারে কে বসবেন তা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে আলোচনা।

 

আলোচনায় থাকা ইশতিয়াক আহমেদ লিন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগেরও সাবেক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

সদ্য সমাপ্ত উপনির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী নুরুজ্জামান বিশ্বাসের পক্ষে ব্যাপক ভূমিকা পালন করেন তিনি।

 

আওয়ামীলীগের প্রার্থী হতে পারেন এমন একজন রশীদুল্লাহ, তিনি ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি। দলের দুঃসময়ে তার ভূমিকা ছিলো।

 

প্রার্থী হতে পারেন এমন একজন ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মখলেছুর রহমান মিন্টু।তিনি নুরুজ্জামান বিশ্বাসের পূর্বে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে ব্যাপক ভোটে জয়লাভ করে উপজেলা পরিষদের চেয়ারম্যান হয়েছিলেন।

 

 

আব্দুস সালাম খানের নামও শোনা যাচ্ছে ব্যাপক জোরেসোরে। তিনি বর্তমানে ঈশ্বরদী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব
পালন করছেন। নুরুজ্জামান বিশ্বাসের সাথেই ভাইস চেয়ারম্যান পদে লড়ে নির্বাচিত হন তিনি।

 

তিনি ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা যুবলীগের সভাপতি।

 

নাম শোনা যাচ্ছে মুরাদ মালিথারও।তিনি সাবেক জনপ্রিয় ছাত্রনেতা ও উপজেলা কৃষকলীগের যুগ্ন-আহ্বায়ক।

 

তবে শুধু উপজেলা পরিষদের নির্বাচনই নই,সামনে পৌর ও ইউনিয়ন পরিষদের নির্বাচনও আসছে দ্রুতই। তাই ঈশ্বরদীর রাজনৈতিক অঙ্গন এখন নির্বাচন নিয়েই সরগরম।