১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

মাধবপুরে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও গাঁজাসহ গ্রেপ্তার ২

admin
প্রকাশিত অক্টোবর ৪, ২০২০
মাধবপুরে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও গাঁজাসহ গ্রেপ্তার ২

Sharing is caring!

মাধবপুরে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও গাঁজাসহ গ্রেপ্তার ২

 

 

 

মোঃ জাকির হোসেনঃ-

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ৩৫ বোতল ভারতীয় মদ ও ৮ কেজি গাঁজাসহ দুই নেশা কারবারিকে গ্রেফতার করেছে কাশিমনগর ফাঁড়ি পুলিশ।

 

রবিবার (৪ অক্টোবর) রাত ২টার সময় মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আলী আশরাফের নেতৃত্বে এ এস আই গোলাম মোস্তফা ও এ এস আই রানা সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধর্মঘর ইউনিয়নের গন্ধবপুর গ্রামের ১নং আসামির বসত ঘর থেকে দুই নেশা কারবারিকে নেশা সামগ্রীসহ গ্রেফতার করেন।

 

গ্রেপ্তারকৃত নেশা কারবারিরা হলো
মাধবপুর উপজেলার গন্ধবপুর গ্রামের মোঃ আব্দুর রশিদ এর ছেলে মোঃআলমগীর হোসেন (৩৫)একই উপজেলার সোয়াবই গ্রামের মৃত মিজান চৌধুরীর ছেলে মোঃআল-আমিন(৩৩)।

 

এ বিষয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আলী আশরাফ গ্রেপ্তারের বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।