যশোরের শার্শায় ফেন্সিডিল'র খনি: প্রতিদিনই উদ্ধার করছে পুলিশ ৷
মোঃ শাফায়েত সবুজ,যশোর জেলা প্রতিনিধি:
যশোরের শার্শা উপজেলার গোড়পাড়া বাজারস্থ ১১নং নিজামপুর ইউনিয়ন পরিষদের সামনে পাকা রাস্তার উপর থেকে বৃহস্পতিবার (১লা অক্টোবর) রাত ৮টার সময় ১৯৮ বোতল ফেন্সিডিল ও একটি প্রাইভেটকার সহ মোঃ সাগর হোসেন (২০) নামে একজন মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোড়পাড়া পুলিশ তদন্ত কেন্দ্র'র পুলিশ।
গ্রেফতার সাগর হোসেন শার্শা উপজেলার উত্তর বুরুজ বাগান গ্রামের মোঃ আব্দুল্লাহ আল-মামুনের পুত্র।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বদরুল আলম খান জানান, গোড়পাড়া পুলিশ তদন্ত কেন্দ্র'র এসআই মুহাম্মদ এজাজুর রহমান ও সঙ্গীয় অফিসার এএসআই মোঃ মিরাজ হোসেন উক্ত মাদক ও প্রাইভেটকার সহ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.