বিশ্বনাথ'র দশঘর ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থী এমাদ উদ্দিন খান
এম আব্দুল করিম, সিলেট জেলা প্রতিনিধি ::
আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে । সিলেটের বিশ্বনাথ উপজেলার ৮ নং দশঘর ইউনিয়ন পরিষদ নির্বাচন । দীর্ঘ প্রায় ১৭ বছর পর অনুষ্ঠিত হচ্ছে । এই নির্বাচন । গত ২৪ সেপ্টেম্বর নির্বাচনের তফসিল ঘােষণা করা হয় । এই নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী চুড়ান্ত করা হয়েছে ।
বৃহস্পতিবার ( ১ অক্টোবর ) বিকেলে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর বাড়িতে অনুষ্ঠিত এক সভায় দশঘর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে স্থানীয় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রয়াত সিরাজ খানের পুত্র ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এমাদ উদ্দিন খান'কে মনােনিত করা হয় ।
তিনি নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন । এর আগে গত ২৮ অক্টোবর আওয়ামী লীগ তাদের দলীয় প্রার্থীয় চুড়ান্ত করে । চেয়ারম্যান নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জুবেদুর রহমান ।
নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর বাড়িতে অনুষ্ঠিত সভায় বিএনপি নেতা আবুল হােসেন মেম্বার , যুবদল নেতা তাজুল ইসলাম ও সাবেক ছাত্রদল নেতা এমাদ উদ্দিন খান চেয়ারম্যান পদে দলীয় মনােনয়ন চান । তাজুল ইসলাম এক পর্যায়ে এমাদ উদ্দিন খানকে সমর্থন দিয়ে মনােনয়ন প্রত্যাশীর প্রার্থীতা প্রত্যাহার করেন ।
কিন্তু আবুল হােসেন আর এমাদ উদ্দিন খানের মধ্যে কেউ কাউকে ছাড় দিতে রাজি না হওয়ায় ভােটের মাধ্যমে দলীয় প্রার্থী চুড়ান্ত করা হয় । এতে ১৯ জন ভােটারের মধ্যে ১১ টি ভােট পেয়ে প্রার্থীতার দৌড়ে বিজয়ী হন এমাদ উদ্দিন খান ।
প্রার্থী বাচাই সভায় ইলিয়াস পুত্র আবরার ইলিয়াস অর্ণব , উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক জালাল উদ্দিন , সদস্য লিলু মিয়া , বশির আহমদ , মােনায়েম খান , পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল হাই , আহমেদ নূর উদ্দিন, ফরিদ মিয়াসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
এদিকে , ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী এমাদ উদ্দিন খানকে ভােট দিয়ে বিজয়ী করতে বিএনপি অঙ্গ ও সহযােগী সংগঠনের নেতাকর্মী এবং দশঘর ইউনিয়নবাসীর প্রতি আহবান জানিয়েছেন নিখোঁজ বিএনপির সাবেক সাংসদ এম ইলিয়াস আলীর ছেলে আবরার ইলিয়াস অর্ণব ।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.