২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

‘এক বছরের মধ্যে সব ঝুলন্ত তার নামিয়ে ফেলা হবে’

admin
প্রকাশিত অক্টোবর ২, ২০২০
‘এক বছরের মধ্যে সব ঝুলন্ত তার নামিয়ে ফেলা হবে’

Sharing is caring!

‘এক বছরের মধ্যে সব ঝুলন্ত তার নামিয়ে ফেলা হবে’

 

 

অভিযোগ ডেস্ক : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, তারের জঞ্জালের ফলে ঢাকা শহরের সৌন্দর্য নষ্ট হচ্ছে। তাই আগামী এক বছরের মধ্যে সব ঝুলন্ত তার নামিয়ে ফেলা হবে।

 

বৃহস্পতিবার (১ অক্টোবর) পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী গুলশান ২-এ ঝুলন্ত তার অপসারণ অভিযানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

 

মেয়র বলেন, আমরা এমনভাবে তার কাটতে বলেছি যেন গ্রাহকদের অসুবিধা না হয়। অনেক অভিভাবক আমাকে বলেছেন– তাদের ছেলেমেয়েরা বাসায় ইন্টারনেটে ক্লাস করেন। এর জন্য সংস্থাগুলো আমার থেকে সাত দিন সময় নিয়েছেন যেন মোড় বা ক্রসিংয়ের জায়গার তারগুলো না কাটি। এখন শুধু প্রধান সড়কের তার কাটা হচ্ছে।

 

ডিএনসিসি মেয়র বলেন, ঢাকায় ঝুলন্ত তারের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), ক্যাবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব), ন্যাশনওয়াইড টেরিস্ট্রিয়াল ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন), ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনসহ (আইএসপিএবি) সংশ্লিষ্ট সংস্থাগুলো সবাই দায়ী।

 

মেয়র বলেন, এনটিটিএন লাইসেন্স নিয়েও ১০ বছরে কোনো কাজ করেনি। বিটিআরসি নিয়ন্ত্রক সংস্থা, তারা এগুলো সেভাবে তদারকি করেনি।

বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন টে‌নিস কম‌প্লেক্স এর উ‌দ্বোধন করছেনঃ স্টাফ রিপোর্টার, শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু। গাইবান্ধার পলাশবাড়ীতে উপ‌জেলা টে‌নিস কম‌প্লেক্স এর উ‌দ্বোধন করা হ‌য়ে‌ছে। মঙ্গলবার রা‌তে উপ‌জেলা টে‌নিস কম‌প্লেক্স এর শুভ উ‌দ্বোধন করেন রংপুর বিভাগীয় ক‌মিশনার মোঃ জা‌কির হো‌সেন। এ সময় উপ‌স্থিত ছি‌লেন, গাইবান্ধা জেলা প্রশাসক কাজী নাহীদ রসুল, পলাশবাড়ী উপ‌জেলা প‌রিষদ চেয়ারম‌্যান এ‌কেএম ম্কে‌ছেদ চৌ ধুরী বিদ‌্যুৎ, উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার কামরুল হাসান,পৌর মেয়র গোলাম সারোয়ার প্রধান বিপ্লব, সহকারী কমিশনার ভুমি মাহমাদুল হাসান, থানার অফিসার ইনচার্জ আজমিরুজ্জামান ছাড়া বিভিন্ন দপ্ত‌রের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে তিনি উপজেলা সহকারী কমিশনার ভুমি অফিস পরিদর্শন ও বৃক্ষরোপন করেন।