Sharing is caring!
আব্দুল করিম,চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধানঃ-
চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা ও টেরিবাজার এলাকা থেকে ছিনতাইকারী চক্রের ৭ নারী সদস্যকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ।
আজ বুধবার দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়।
এর আগে কোতোয়ালী থানা এলাকার মো. ইমাম রাসেলের স্ত্রী খাদিজা আক্তার কোতোয়ালী একটি মামলা দায়ের করেন। এরপর আন্দরকিল্লা ও টেরিবাজার এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।
এসময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত স্বর্ণের চেইন, কানের দুল ও নগদ টাকা উদ্ধার করে পুলিশ।
আটককৃতরা হলেন- রহিমা বেগম (২৫), ববিতা বেগম (৩৫), পাপিয়া (৪০), সাথী আক্তার শান্তা (২৮), রিমা আক্তার (২৫), বিলকিস বেগম (২৫), রুমা আক্তার (২০)।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মহসীন জানান, বুধবার দুপুরের দিকে খাদিজা আক্তার নামে এক নারী থানায় ছিনতাই মামলা দায়ের করেন।
এরপর অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের ৭ নারী সদস্যকে আটক করা হয়। তারা মূলতআন্দরকিল্লা-টেরি বাজার ও নিউমার্কেট এলাকায় বিভিন্ন নারীদের টার্গেট করে কৌশলে ছিনতাই করতো।
আটককৃতদের কাছ থেকে ছিনতাইকৃত স্বর্ণের ছিনতাইকৃত চেইন, কানের দুল ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।