১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

ঝিনাইগাতীতে সরকারী জমি দখল করে অবৈধ ভাবে স্থাপনা নির্মান

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০২০
ঝিনাইগাতীতে সরকারী জমি দখল করে অবৈধ ভাবে স্থাপনা নির্মান

Sharing is caring!

 

 

 

শেরপুর জেলা প্রতিনিধিঃ-
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ভারুয়া বাজারের সরকারী জমি দখল করে অবৈধ ভাবে স্থাপনা নির্মানেের অভিযোগ উঠেছে। অভিযোগে প্রকাশ স্থানীয় প্রভাবশালী জনৈক আবু তাহের বাজারের জমি দখল করে অবৈধ ভাবে পাকা স্থাপনা নির্মান কাজ শুরু করেছে।

 

প্রশাসনের কোন প্রকার অনুমতি ছাড়াই সরকারী জমি দখল করে অবৈধ ভাবে স্থাপনা নির্মান করায় সচেতন মহলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

 

ইতি মধ্যেই এলাকাবাসীর পক্ষ থেকে বিষয়টি উপজেলা ভূমি প্রশাসনকে অবহিত করা হয়েছে। কিন্তু এ রিপোর্ট লেখা পর্যন্ত সরকারী জমির উপর অবৈধ স্থাপনা বন্ধের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোন পদক্ষেপ নেয়া হয়নি। ফলে সরকারী জমির উপর অবৈধ ভাবে পাকা স্থাপনা নির্মান অব্যাহত রয়েছে।

 

অভিযোগ রয়েছে প্রভাবশালী আবু তাহের স্থানীয় ইউনিয়ন ভূমি কর্মকর্তার যোগসাজসে ওই অবৈধ স্থাপনা নির্মান কাজ চালিয়ে আসছেন।

 

সরকারী জমিতে অবৈধ স্থাপনা নির্মানকারী প্রভাবশালী আবু তাহের বলেন, স্থাপনা নির্মানের বিষয়ে প্রশাসনের কাছে কোন অনুমতি নেয়া হয়নি।
স্থানীয় বাসিন্দারা জানায়,জমিটি ভারুয়া বাজারের সরকারী জায়গা এতে সরকারী স্বার্থ জরিত রয়েছে।

 

নলকুড়া-গৌরীপুর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মিনাল কান্তি বলেন, আবু তাহেরকে অবৈধ স্থাপনা নির্মান কাজ বন্ধ রাখার জন্য বলা হয়েছে। নির্মান কাজ বন্ধ করা না হলে তার বিরোদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।