১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

আছাবুর রহমান এর মত লোক নির্বাচনে কেন আসে!

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০২০
আছাবুর রহমান এর মত লোক নির্বাচনে কেন আসে!

Sharing is caring!

তেরো বছর আগের নির্বাচনের ছবি। 

 

 

অভিযোগ ডেস্কঃ- হবিগঞ্জের নবীগঞ্জ ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নের দিঘীরপার গ্রামে আছাবুর রহমান জীবন আবারও নির্বাচনে আসছেন।

 

জানাগেছে বিগত তেরো বছর আগে উনি মেম্বার হিসেবে ছিলেন, কিন্তু এই তেরো বছর উনি দেশের বাইরে ছিলেন, এখন আবার তেরো বছর পর উনি দেশে আসেন নির্বাচন করা জন্য।

 

সেই এলাকার জনগণের বিগত তেরো বছর কোনো খোঁজ খবর নেই, এখন আবার নির্বাচন করবেন।

 

নির্বাচনে বেপারে এলাকাবাসী সাথে কথা বললে অনেকে বললেন উনার টাকা আছে লোকজন আছে, উনি টাকার উপর আস্তা রেখে নির্বাচন করতে আসছি তাই উনার কোনো সমস্যা নেই।