২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কুলিয়ারচরে ১০হাজার মিটার অবৈধ জাল জব্ধ করেছে ভ্রাম্যমাণ আদালত

admin
প্রকাশিত জুলাই ২২, ২০১৯

Sharing is caring!

 মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) : “মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৭ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত দেশব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ -২০১৯ উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে। সোমবার (২২জুলাই) বেলা ২টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলার কালী নদী ও কুনিয়ার বন হাওরে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল যাহার মূল্য হবে দেড় লক্ষ টাকা জব্দ করে। পরে বেলা ৩টার দিকে উপজেলা পরিষদ চত্তরে জনসম্মুখে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুঁড়িয়ে নষ্ট করে দেয়। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ও উপজেলা জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির সদস্য সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, থানার এসআই মোঃ নয়ন মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোসাঃ খাদিজা আক্তার, উপজেলা নির্বাহী অফিসের প্রশাসনিক কর্মকর্তা আবু মোঃ শামসুদৌলা হারুন, ভ্রাম্যমাণ আদালতের ফেশকার মোঃ বিল্লাল হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন