১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

নিয়ামতপুরে পুকুরে গ্যাস দিয়ে মাছ নিধন, ৮ লক্ষাধীক টাকা ক্ষতি

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২০
নিয়ামতপুরে পুকুরে গ্যাস দিয়ে মাছ নিধন, ৮ লক্ষাধীক টাকা ক্ষতি

Sharing is caring!

 

 

নিয়ামতপুরে পুকুরে গ্যাস দিয়ে মাছ নিধন, ৮ লক্ষাধীক টাকা ক্ষতি

 

 

মোঃ শাকিল হোসেন,নিয়ামতপুর (নওগাঁ) থেকেঃ-
নওগাঁর নিয়ামতপুরে পুকুরে গ্যাস দিয়ে প্রায় ৮ লক্ষাধীক টাকার মাছ নিধন করেছে দূর্বৃত্তরা।

 

জানা যায়, গতকাল সোমবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের শ্রীমন্তপুর ডাঙ্গাপাড়ার মৃত-নাসির উদ্দিনের ছেলে আলহাজ্ব রফিকুল ইসলামের লিজ নেওয়া পুকুর উপজেলার ম্রীমন্তপুর ইউনিয়নের রুদ্রপুর ইটাপুকুর ও শ্রীমন্তপুর আমপুকুরে কে বা কাহারা গ্যাস প্রয়োগ করে।

 

এতে দুই পুকুরে প্রায় ৮ লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে।

 

এ বিষয়ে পুুকুর মালিক আলহাজ্ব রফিকুল ইসলাম বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে দুর্বৃত্তরা আমার পুকুরে গ্যাস দিয়ে এত টাকার মাছ মেরে ফেলেছে।

 

এতে শুধু আমার ক্ষতি না দেশেরও ক্ষতি। আমি থানায় অভিযোগ দিবো (এ রির্পোট লিখা পর্যন্ত অভিযোগের প্রস্তুতি চলছিল)। আমি দায়ী ব্যক্তিদের খুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।

 

এ বিষয়ে অফিসার ইন চার্জ হুমায়ন কবির বলেন, আমি এখন পর্যন্ত কোন অভিযোগ পাই নাই। পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।