Sharing is caring!
ছাতক থানার এসআই হাবিবুর রহমান পিপিএম ডাকাত আরোশ আলীকে গ্রেফতার করেন।
ফকির হাসানঃ-
সুনামগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম সহ সহকারী পুলিশ সুপার মোঃ বিল্লাল হোসেন এর দিক নির্দেশনায় ছাতক থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম এর নেতৃত্তে।।
ছাতক থানা পুলিশ গোবিন্দগঞ্জ বাজারের স্বর্নের দোকানে ডাকতির ঘটনার মুল হোতা আরশ আলী (৩৯) পিতা-মৃত মদরিছ আলী , সাং- দিঘলী রামপুর, থান- ছাতক ,জেলা- সুনামগঞ্জ কে ২৪/০৯/২০ ইং তারিখ রাত্র ০৮.৩০ টার দিকে গোবিন্দগঞ্জ বাজার থেকে গ্রেফতার করেন।
ডাকাত আরশ আলীর বিরুদ্ধে চুরি ডাকাতি , খুন সহ ০৭ টি মামলা আছে।