Sharing is caring!
ফৌজি হাসান খাঁন রিকু,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
ঢাকা-মাওয়া মহাসড়কে পিকাপভ্যান-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিন জন গুরুতর আহত হয়েছে। লৌহজং উপজেলার উত্তর মেদিনীমন্ডল মিনার মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান ঢাকা থেকে মাওয়াগামী একটি পিকাপভ্যান (ঢাকা মেট্রো -ন ১৫-৩১৮০) এবং মাওয়া থেকে দোগাছিগামী একটি যাত্রীবাহী অটোরিক্সা যাওয়ার পথে মুখোমুখি সংঘর্ষ হয়।এ সময় রিক্সারোহী দুই নারী যাত্রীসহ পিকাপভ্যানের হেলপার গুরুতর অাহত হয়েছে।
অাহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
আহত দুই নারী যাত্রী উত্তর কাজিরপাগলা গ্রামের আতাহার হোসেনের স্ত্রী সালমা আক্তার (২৬) ও মোঃ হান্নুর স্ত্রী রিনা আক্তার (২৭) এবং অপরজন পিকাপভ্যানের হেলপার তার কোন পরিচয় পাওয়া যায়নি।
ঢাকা-মাওয়া হাইওয়ে পুলিশের এস আই মজিবুল হক জানান আহতদেরকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।