১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৬ হিজরি

ছাতকে ছেলেধরা সন্দেহে এক ব্যাক্তিকে পিটুনি

admin
প্রকাশিত জুলাই ২২, ২০১৯
ছাতকে ছেলেধরা সন্দেহে এক ব্যাক্তিকে পিটুনি

Sharing is caring!

 

জামরুল ইসলাম রেজা
ছাতক প্রতিনিধিঃ-
সুনামগঞ্জের ছাতকে ছেলেধরা সন্দেহে (৫৫) বছর বয়সের এক ব্যাক্তিকে পিটুনি দিয়ে পুলিশ সোপর্দ করেছে এলাকাবাসী।

রোববার বিকাল ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মল্লিকপুর প্রাথমিক বিদ্যালয় এলাকায় এই ঘটনা ঘটে।

ছাতক থানার ওসি মোস্তফা কামাল জানান, বিকালে ওই এলাকায় ছেলেধরা সন্দেহে এক ব্যাক্তিকে আটক করা হয়। পরবর্তীতে ইউপি চেয়ারম্যান পুলিশকে অবগত করলে পুলিশ তাকে থানায় নিয়ে আসে।

ওসি বলেন, জিজ্ঞাসাবাদ ও ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে ডাক্তাররা জানান সে একজন মানসিক প্রতিবন্ধী। তবে সে নাম পরিচয় কিছুই বলতে পারেনি।

এদিকে ছেলেধরা গুজবে কান না দেওয়ার জন্য ছাতক থানা পুলিশের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন গ্রামে মাইকিং করে জনগণকে সচেতন করা হবে বলে জানিয়েছেন তিনি।