আসন্ন লোহাগাড়া সদর ইউপি নির্বাচনে ১,২,৩ নং ওয়ার্ডে সংরক্ষিত আসনের সদস্য পদে মনোনয়ন ফরম দাখিল করলেন জান্নাতুল ফেরদৌস।
তৌফিকুর রহমান আজাদ, লোহাগড়া থেকেঃ-
তিনি লোহাগাড়া উপজেলা সদর রশিদার পাড়ার ঐতিহ্যবাহী নুরুদ্দীন ফকির বাড়ির নুরুল আলমের মেয়ে ও সাংবাদিক শাহজাদা মিনহাজের মামতাময়ী মা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলল ৪টায় উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে নির্বাচন অফিসার সংযুক্ত (বাঁশখালী) মোহাম্মদ ফয়সাল আহমদের হাতে এ মংরক্ষিত আসনে মনোনয়ন পত্র দাখিল করেন তিনি।
সংরক্ষিত মহিলা আমনের সদস্য প্রার্থী জান্নাতুল ফেরদৌস “চট্টলা নিউজ”কে বলেন ইনশাআল্লাহ নির্বাচিত হলে অসহায়, গরীব দুঃখী ও অবহেলিত মানুষের সেবা করবো। অতীতেও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে থেকে নারী উন্নয়নে কাজ করেছি। নির্বাচিত হলে এলাকার উন্নয়নের পাশাপাশি নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার থাকবো।
উল্লেখ্য, আগামী ২০ অক্টোবর চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার, লোহাগাড়া সদর, আমিরাবাদ, আধুনগর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, তিনি আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ” জয়িতা অন্বেষণে বাংলাদেশ ” ২০১৯ সনে লোহাগাড়া উপজেলার শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছিলেন।
আগামী ২৬ সেপ্টেম্বর বাচাইয়ের দিন, প্রত্যাহারের তারিখ ৩ অক্টোবর ও ভোট গ্রহনের তারিখ ২০ অক্টোবর।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.