Sharing is caring!
রাজধানীর বাড্ডায় ছেলেধরা সন্দেহে তাসলিমা বেগম রেনুকে (৪০) পিটিয়ে হত্যার ঘটনায় তিন যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (২১ জুলাই) দিনগত রাতে বাড্ডা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন জাফর, শাহীন ও বাপ্পী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, গণপিটুনির ঘটনায় তিন যুবককে আটক করা হয়েছে। মোবাইলে ধারণ করা একটি ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়।
উল্লেখ্য, শনিবার (২০ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর উত্তর পূর্ব বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রেনুকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়। মেয়েকে ভর্তির জন্য ওই স্কুলে খোঁজ নিতে গিয়ে অসংলগ্ন কথাবার্তায় সন্দেহ হলে ছেলে ধরা সন্দেহে রেনু কে আটক করে স্কুল কর্তৃপক্ষ পরিস্থিতি খারাপ দেখে রেনুর সাথে থাকা দুই নারী ঘটনাস্থল ত্যাগ করে, একটু পরে লোকজন জড়ো হলে এই সুযোগে স্থানীয় সন্ত্রাসীরা রেনুকে পিটুনি দিলে তার মৃত্যু হয়।
রেনুকে হত্যার জন্য পরিবারের সদস্যরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ বেগম ও অফিস সহকারী জান্নাতুল ফেরদাউসকে দায়ী করেছেন।
এ ঘটনায় বাড্ডা থানায় অজ্ঞাত ৪শ’ থেকে ৫শ’ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহতের ভাগিনা নাসির উদ্দিন।
পুনম শাহরীয়ার ঋতু, ঢাকা/অভিযোগ