১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৬ হিজরি

গাজীপুরে র‌্যাবের হাতে দুই ছিনতাইকারী গ্রেফতার

admin
প্রকাশিত জুলাই ২১, ২০১৯
গাজীপুরে র‌্যাবের হাতে দুই ছিনতাইকারী গ্রেফতার

Sharing is caring!

 

পুনম শাহরীয়ার ঋতুঃ গাজীপুরের ন্যাশনাল পার্ক এলাকা থেকে শীর্ষ ছিনতাই চক্রের সক্রিয় (দুই) সদস্য’কে হাতে নাতে গ্রেফতার করেন র‌্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্প।

এদিকে র‌্যাব-১ এর কোম্পানীর কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান,গাজীপুরের ন্যাশনাল পার্ক এলাকায় একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দল ছিনতাই এর উদ্দেশ্যে অবস্থান করিতেছে উক্ত সংবাদের ভিত্তিতে

ন্যাশনাল পার্কের ০৩নং গেইটর দক্ষিণে ঢাকা – ময়মনসিংহ মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে তাদের কে আটক করা হয় ।

আটক কৃতরা হলেন, গাজীপুর মহানগর মেট্রো সদর থানাধীন বাউ পাড়া গ্রামের নুরুল ইসলাম এর ছেলে জুয়েল রানা (২১) , এবং একই এলাকার মোস্তফা মোল্লার ছেলে সজীব হোসেন (২৮)। এসময় তাদের কাছে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত থাকা তিন টি চাকু, নগদ ১৭,০০/-(এক হাজার সাতশত) টাকা এবং তিন টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এসময় র‌্যাব আরো জানান, দীর্ঘদিন যাবৎ গাজীপুরসহ আশপাশের এলাকায় সাধারণ পথচারী, বাসযাত্রী এবং মোটরসাইকেল আরোহীদের

মারধরের এবং অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে প্রাইভেটকার, মোটর সাইকেল, গাড়ী, টাকা পয়সা, মোবাইল, স্বর্ণালংকার ইত্যাদি ছিনতাই করে আসছে। এছাড়াও তারা জানায়, তাদের ছিনতাই কাজে বাধা দিলে সাধারণ পথচারীদেরকে উক্ত অস্ত্র দ্বারা আঘাত করে মালামাল লুট করে আসছে।