Sharing is caring!
“বাংলার মাতৃভূমি”
★ মাহাবুব হাসান ★
সবুজ শ্যামল মোর বাংলার মাতৃভূমি,
চারি দিকে বহিছে কত শত স্রোতস্বিনি।
যেই দিকেতে মোর দুচোঁখ যাই,
সোনার বাংলা আমার রূপের তাহার শেষ নাই।
ছয়টি ঋতুর পরিহারে নিয়মের অঙ্গীকারে,
একেক রকম উচ্ছাস,কতনা বাহারে।
আলো বাতাস, দিয়ে আগলে রেখেছ তুমি,
সবুজ শ্যামল প্রকৃতি অপার লিলায়।
সৌন্দর্যের আর্বতে যেন মন হারিয়ে যাই,
পাহার, ঝরণা সবুজের বনভূমি।
মাতৃতের মায়ায় যেন রেখেছ তুমি,
পরম যত্নে আর্বত্ত করলো মোরে বাংলার এই জন্মভূমি।