Sharing is caring!
ইসারুল হক,চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক দু’টি স্থানে বজ্রপাতে ২জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
মৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের বহলাবাড়ী গ্রামের মৃত মংলুর ছেলে রুহুল আমিন (৫২) ও দূর্লভপুর ইউনিয়নের পারকালোপুর গ্রামের মৃত মনিরুজ্জামান লুধু মাস্টারের ছেলে বুলবুল আহমেদ(৩২)।
নিহত বুলবুল আহমেদের চাচাতো ভাই মাসরেকুল হোদা জানান, বৃহষ্পতিবার বিকেলে হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাতের গর্জন হয়।
এসময় মেঘ ও বজ্রপাত দেখে বুলবুল ঘরের পিছনে থাকা গরু আনতে গেলে বজ্রপাতের শিকার হয়।
পরে তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যায়।
তিনি আরো জানান, হাসপাতালে জরুরি বিভাগে নেয়া হলে কতব্যরত ডাক্তার মৃত বলে আমাদের জানান।
অন্যদিকে, কানসাট বহলাবাড়ী গ্রামের রুহুল আমিন বিলে মহিষ চরাতে গিয়ে বৃষ্টি ও বজ্রপাতে আটকে পড়লে সে একটি গাছে নিচে দাঁড়িয়ে ছিলো।
এসময় বজ্রপাত ঘটলে তিনি ঘটনাস্থলের মারা যান।
এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, বৃহষ্পতিবার বিকেলে বৃষ্টির সাথে ব্যপক বজ্রপাত ঘটে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে এবং তাদের সঠিক তথ্য সংগ্রহ করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।