১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২০
ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬

Sharing is caring!

 

 

সুলতান আল একরাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্প। চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানাধীন কার্পাসডাঙ্গা এলাকা থেকে মাদক ব্যবসায়ী আব্বাস আলী (৫০) কে আট করে র‌্যাব। এসময় তার কাছ থেকে ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

 

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানাধীন কার্পাসডাঙ্গা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

 

ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কামাল উদ্দিন ও স্কোয়াড কমান্ডার এএসপি এইচ.এম. শফিকুর রহমান অভিযানে নেতৃত্ব দেন।

 

বৃহস্পতিবার ভোরে কার্পাসডাঙ্গা বাজার সংলগ্ন কাস্টম মোড়ে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আব্বাস আলীকে আট করা করে।

 

এসময় তার কাছ থেকে ১৫০স বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। সে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার কুতুবপুর পশ্চিমপাড়া এলাকার মৃত গোলাম বিশ্বাসের ছেলে।

 

উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানায় হস্তান্তর করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।