২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

“একুশ আমার” – টি আই অশ্রু

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২০
“একুশ আমার” – টি আই অশ্রু

Sharing is caring!

 

 

একুশ আমার
টি আই অশ্রু
একুশ ফিরে আসে বার বার,
বছর পেরিয়ে এক বার।
স্মরন করিয়ে দিয়ে যায়,
বায়ান্নর ব্যথীত হৃদয়।
নীরবে যে ভাষা কথা কয়,
সে তো মায়ের ভাষা হায়।
বাংলার লাল সবুজ যতো দিন রবে,
একুশে ফেব্রুয়ারি বায়ান্নর কথা কবে।
কত ত্যগী প্রাণের বিনিময়,
ফিরে পেয়েছি বাংলার বুলি।
মায়ের ভাষার সু-বাতাস বয়,
কভু নাহি যেন ভুলেও না ভুলি।
সেই যে বেদনা ভরা দিন গুলি,
যাদেরঁ জন্য আজ বাংলায় কথা বলি।
যাঁদের জন্যে আজ বিশ্ব
মাথা উচঁু করে চলি।
বিনম্র চিত্তে বেদনা ভরা মনে,
আজও স্মরন করি।
বায়ান্নর সেই একুশে ফেব্রুয়ারি,
চিরদিন তোমরা বেচেঁ রবে এ বাংলায়।
প্রতিটি বাঙালির হৃদয় ভরি,
হে অমর একুশে ফেব্রুয়ারি।