মোজাম্মেল হকঃঃঅবৈধ উপায়ে বালু উত্তোলনের দায়ে মেশন পুড়িয়ে দিলো প্রশাসন জেলা প্রশাসনের অভিযানে সুনামগঞ্জ সদর উপজেলার জয়নগর বাজার সংলগ্ন মোহনপুর এলাকায় সুরমা নদীর তীরে অবৈধ ড্রেজার মেশিন পুড়িয়ে দেয়া হয়েছে। শনিবার এসব মেশিন দিয়ে বালু ডাম্পিং করার খবর পেয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল আহাদের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার আমিমুল এহসান খান। এসময় অভিযানে ৩ টি অবৈধ ড্রেজার ধ্বংস করতে সদর পুলিশের একটি দল সহযোগিতা করে। অভিযান চলাকালে সদর ইউনিয়ন ভুমি উপ সহকারি কর্মকর্তা একেএম সাব্বির আহমদ, মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর থানার পুলিশ সদস্যবৃন্দসহ এলাকার নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন। অভিযানে নেতৃত্ব দেয়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আমিমুল বলেন ‘ অবৈধ উপায়ে বালু উত্তোলনের দায়ে আমরা এসব মেশিন ধ্বংস করেছি, তবে এর সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে আমরা পাইনি, নাহয় তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ করতাম’।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.