Sharing is caring!
সুনামগঞ্জ ছাতক থানায় ০৪টি মামলায় সাজাপ্রাপ্ত সহ ০৬টি মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামী রাশেদ হায়দারকে সিলেট থেকে গ্রেফতার।
ফকির হাসান :: ছাতক থানার নবাগত অফিসার ইনচার্জ জনাব আহম্মদ সনজুর মোরশেদ সাহেবের দিক নির্দেশনায় ছাতক থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম এর নেতৃত্বে সংঙ্গীয় এএসআই সুমন গোপ সহ সিলেট নাইয়রপোল এলাকা হইতে ১২/০৯/২০২০ইং তারিখ রাত্র অনুমান ০৯.০০টা সময় ০৪ (চার) টি মামলার সাজাপ্রাপ্ত সহ ০৬ টি মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী রাশেদ হায়দার (৪০) পিতা-সোনাহর আলী, সাং- বাগবাড়ী, থানা-ছাতক, জেলা- সুনামগঞ্জকে গ্রেফতার করেন।
উক্ত আসামী দীর্ঘ দুই বৎসর যাবত সিলেট নাইয়র পোল এলাকা সহ বিভিন্ন এলাকায় আত্বপোপন করিয়াছিল।
কিন্ত শেষ রক্ষা হলো না, অবশেষে এসআই হাবিবুর রহমান পিপিএম এর হাতে গ্রেফতার হলেন। আসামীকে সুনামগঞ্জ কোর্টে প্রেরন করা হইয়াছে।