৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

করোনাকালে ফ্রি মেডিকেল ক্যাম্প মানব সেবার অনন্য দৃষ্টান্ত- আ জ ম নাছির উদ্দীন

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০২০
করোনাকালে ফ্রি মেডিকেল ক্যাম্প মানব সেবার অনন্য দৃষ্টান্ত- আ জ ম নাছির উদ্দীন

Sharing is caring!

মোঃ আল আমিন হোসেন,চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, চলমান করোনা কালে সাধারণ রোগীরা অনেকেই স্বাভাবিক চিকিৎসা সেবা পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে।

 

এতে করে বিভিন্ন রোগের ক্রনিক রোগীসহ সাধারণ রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এমন সময়ে দাঁড়িয়ে সামাজিক সংগঠন “কপোত মালা খেলাঘর আসর” ফ্রি মেডিকেল সেবা কার্যক্রম নিয়ে জনগণের পাশে দাঁড়িয়েছে। এজন্য সংগঠনকে আন্তরিক ধন্যবাদ জানাই। সমাজের বিত্তবান শ্রেণী ও বিভিন্ন প্রতিষ্ঠানেরও এধরনের মানবসেবামুখী কার্যক্রম নিয়ে এগিয়ে আসা উচিত।

 

আজ ১১ সেপ্টেম্বর উত্তর নালাপাড়া সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কপোত মালা খেলাঘর আসর আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি একথা বলেন।

 

ফ্রি মেডিকেল সেবা কার্যক্রমে কার্ডিওলজি, গাইনী,শিশু রোগ ও মেডিসিন বিভাগীয় রোগীদের কে সেবা প্রদান করা হচ্ছে।

 

কপোত মালা খেলাঘর আসর সভাপতি চৌধুরী জহির উদ্দিন মো বাবরের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক জুলফিকার আলী মুন্নার সঞ্চালনায় আলোচনা সভায় জহির আহমদ চৌধুরী, জাহাঙ্গীর আলম পারভেজ, সদরঘাট থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুন নূর, এড. আবিদ হোসেন, ওয়াহিদ চৌধুরী আনিস, যুবলীগ নেতা সুমন দেবনাথ, শিল্পী তপন চক্রবর্তী, রোজী সাহা, জিনাত সুলতানা, শংকর দে,মনসুর আলী চৌধুরী বক্তব্য রাখেন।