ফয়সাল আহমেদ,রূপগঞ্জ প্রতিনিধিঃ-
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কার্ভাভ্যান চাপায় আতাউর রহমান (৫৪) নামে এক কাচাঁমাল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের গাউছিয়া এলাকায় ঘটে এ দুর্ঘটনা।
স্থানীয় প্রত্যেক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে নরসিংদীর রায়পুরা থানাধীন বাঙ্গালী গ্রামের মৃত লাল মিয়ার ছেলে আতাউর রহমান ভুলতা নাহাটী এলাকায় কাচাঁমালের ব্যবসা করে আসছিল।
বৃহস্পতিবার গাউছিয়া এলাকা থেকে কাঁচামাল নিয়ে নাহাটী নিয়ে যাওয়া জন্য রওয়ানা হলে নরসিংদীগামী কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ন-১৫-৫৭৯৩) তাকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে ব্যবসায়ী আতাউর রহমান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। ঘাতক কাভার্ডভ্যান ও চালক মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী এলাকার সোবাহানের ছেলে রুবেলকে আটক করেছে পুলিশ।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.