Sharing is caring!
কবি মিজানুর মাওলা’র কথাসাহিত্যি-“আমাকে যদি মনে পরে”
আমিতো যাবো চলে ফিরে আসিবনা আর,
দেখার যদি ইচ্ছা জাগে আমাকেই তোমার।
তুমিও আসিবে ফিরে সেখানে আবার,
বলবো কথা দেখবে আমায় রাখো ঠিকানা আমার।
যখন তখন যদিও মনে পরে আমার সৃষ্টিকে দেখে নিয়ো,
প্রবন্ধ ও নিবন্ধে ছড়া আর কবিতায় সাহিত্যর পাতায় ইতিহাস খুঁজে নিয়ো।
তোমাদের সাথে থাকবো বলে রাখিয়াছি সময় ও শ্রমের অঞ্জলে,
দেশজাতির প্রীতিপ্রেমে মনের টানে আগলে রেখো সকলে।
মন যদি চায় ভালোবাসা দিয়ো শুভ কামনায়,
ক্ষমা করে দিয়ো স্বজন লেনাদেনার অপারগতায়।
লেখকের ঠিকানাঃ ঢাকাস্থ বরিশাল হিজলা উপজেলা।