১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

বাইশারীতে গাজা সহ আটক এক

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০২০
বাইশারীতে গাজা সহ আটক এক

Sharing is caring!

 

মোঃ সিরাজুল হক রাজু,স্টাফ রিপোর্টারঃ-

বরিশালের বানারিপাডা থানার অফিসার ইনচার্য (ওসি) হেলাল উদ্দিনের দিকনির্দেশনায় বানারিপাডার বাইশারী ইউনিয়নের বালিপাডা গ্রামের মোঃ সেলিম সরদারের ছেলে মোঃ সজিব সরদার ২০কে প্রথমে ৫ গ্রাম গাজা সহ আটক করে পরে তার বাডিতে তল্লাসি চালিয়ে তার বডির পুকুরের উত্তর পার থেকে ২ টি গাজার গাছ উদ্বার করে। লবন সাডা পুলিশ ফাডির উপ পরিদর্শক এস আই মোঃ হাসিবুর রহমানের নেতৃত্বে গোপন তথ্যের বৃত্তিতে অভিজান চালিয়ে গাজা ব্যবসায়ি সজিব সরদারকে আটক করে পরে গাজার গাছ ও উদ্বার করেন পরে উপপরিদর্শক হাবিবুর রহমান বাদি হয়ে মাদক নিয়ান্ত্রন আইনে মামলা রুজু করেন। এবং আসামিকে জেল হাজতে প্ররন করেন।