Sharing is caring!
অভিযোগ ডেস্কঃ সাভারের হেমায়েতপুরে ‘নিউজ টিভি বাংলা’ নামে ভুয়া চ্যানেল ও পত্রিকার সাংবাদিক পরিচয় দেওয়া এবং এসব চ্যানেলে নিয়োগে প্রতারক চক্রের চারজনকে আটক করেছে র্যাব-৪।
গত রোববার (৬ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং। এর আগে শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার হেমায়েতপুর মোল্লা সুপার মার্কেটের ৩য় তলায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— মো. দিদারুল ইসলাম (৩৫), ওয়াসিম মণ্ডল (৩০), মাহমুদা জেসমিন রিতা (২০), আছমা আক্তার রিতু (৩২)। তারা সবাই ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দা। তবে তাদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।
আটকের সময় তাদের কাছ থেকে ৪টি আইডি কার্ড, ১০টি আইডি কার্ডের ফিতা, ৪০টি কাগজের ছোট স্টিকার, ৪টি প্লাস্টিকের কটলেস, ১টি মাইক্রোফোন, ১টি Canon এর 60D ক্যামেরা, ১টি Panasonic HD ক্যামেরা, ১টি TECH কোম্পানির ওয়েব ক্যামেরা, ১টি কালো রংয়ের বাটন ক্যামেরা, ১টি Leno কোম্পানির ল্যাপটপ, ২টি SAMSUNG কোম্পানির ৩২ ইঞ্চি মনিটর, ১টি Toshiba কোম্পানির ৩২ ইঞ্চি মনিটর, ১টি HP কোম্পানির ২২ ইঞ্চি মনিটর, ১টি Philips কোম্পানির ২০ ইঞ্চি মনিটর, ১টি Gigasonic কোম্পানির ২০ ইঞ্চি মনিটর, ১টি DELL কোম্পানির মাস্টার পিসি, ১টি Asus কোম্পানির পিসি, ১টি Asus কোম্পানির পিসি যার গায়ে Eye See লেখা, ৭ পিস হালকা গোপালি রংয়ের কথিত ইয়াবা, ১টি বিদেশি মদের বোতল, এবং নগদ টাকা ৯০,০০০/-টাকা জব্দ করা হয়।
সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং জানান, গোপন খবরে জানা যায়— একটি চক্র অবৈধভাবে অনুমোদনহীন অনলাইনভিত্তিক ভুয়া চ্যানেল ‘নিউজ টিভি বাংলা’ এর মাধ্যমে সাংবাদিক প্রতিনিধি নিয়োগের নামে শিক্ষিত ও বেকার যুবকদের কাছ থেকে টাকা আত্মসাৎ করতো।
এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রতারক চক্রটিকে আটক করে।
আটক ব্যক্তিরা তাদের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।